সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে ৪২০৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১২ ১১:১২:২৪


কোভিড-১৯ মহামারিতে বিধ্বস্ত ভারত। লাশের সারি বড় হতে হতে দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪২০৫ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎকালের রেকর্ড প্রাণহানি।

বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম এনডিটিভি।