কমতে শুরু করেছে চালের দাম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৫-১৩ ১৪:৪৬:১৬
দেশে টানা কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে কমতে শুরু করেছে চালের বাজারদর। তবে নতুন করে বাজারে ওঠা বোরো মৌসুমের চালের দাম কমলেও পুরনো চালের বাজারদর অপরিবর্তনশীল রয়েছে। এরই মধ্যে সপ্তাহের ব্যবধানে নতুন চালের বস্তাপ্রতি দাম ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত কমেছে।
এ ব্যাপারে জানা যায়, ১০ দিন ধরে দেশের বাজারে নতুন মৌসুমের চাল আসছে। এর আগে দেশে চালের দরবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভারত ও বিভিন্ন দেশ থেকে আমদানি শুরু হয়। এতে ঊর্ধ্বমুখী চালের বাজার কিছুটা স্থিতিশীল হয়। তবে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শুরু ও বৈশ্বিক দরবৃদ্ধির কারণে চালের দাম আবারো বেড়ে যায়। এ নিয়ে টানা পাঁচ-ছয় মাস চালের বাজার অস্থির ছিল। কিন্তু সর্বশেষ বোরো মৌসুমের ধান কাটার শেষ পর্যায়ে বাজারে নতুন চাল আসতে শুরু করলে বাজার নিম্নমুখী হতে থাকে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন চাল সরবরাহ শুরু হওয়ায় দাম কমছে। তবে এক বছর ধরে দেশে চালের বাজারদার অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নতুন মৌসুমের চালেও ভালো লাভ করছেন কৃষক ও ব্যবসায়ীরা।
সানবিডি/এনজে