দর পতনের শীর্ষে মালেক স্পিনিং
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৫-১৬ ১৫:০৬:৫০
ঈদ পরবর্তী ও সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২২৯ বারে ৩ লাখ ১২ হাজার ৫৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইজেনারেশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৭৬ বারে ২৪ লাখ ২০ হাজার ৩৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৩২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৬৮ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্স ৩ দশমিক ৬২ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৪৩ শতাংশ, শাহজিবাজারের ৩ দশমিক ২১ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৩ দশমিক ১৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩ দশমিক ০৬ শতাংশ ও সন্ধানী ইন্স্যুরেন্সের শেয়ার দর ২দশমিক ৯৮ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৫:০৫/১৬/৫/২০২১