প্রাথমিক স্কুলের ছুটি বাড়ল ২৯ মে পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-১৬ ১৭:১৩:২৭


করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য প্রাথমিক স্কুলের চলমান ছুটি আগামী ২৯ মে (শনিবার) পর্যন্ত বাড়ানো হয়েছে। স্কুল-কলেজের চলমান ছুটি বাড়ানোর পর এবার প্রাথমিক স্কুলের ছুটি বাড়ানো হলো।

রোববার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির মেয়াদ বাড়ানোর তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৯ মে ২০২১ পর্যন্ত সব ধরনের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি বাড়ানো হয়েছে। এ সময়ে নিজেদের ও অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

সানবিডি/এএ