ইয়ামাহার ঈদ আড্ডায় সাকিব আল হাসান
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৫-১৯ ১৩:১৫:০২
বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার সঙ্গে ঈদ আড্ডায় মেতেছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। গত ১৫ মে ইয়ামাহার ফেসবুক পেজে ‘আস্ক ইওর অলরাউন্ডার’ নামে একটি অনলাইন লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
মারিয়া নূর ও রিজওয়ান-উজ-জামান রোহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার ও বাংলাদেশে ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।
অনুষ্ঠানে সাকিব আল হাসান ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইয়ামাহার সঙ্গে তার কিছু স্মরণীয় মুহূর্তের স্মৃতিচারণ করেন। পাশাপাশি তিনি বাইকারদেরকে হেলমেট ব্যবহার ও যথাযথ নিয়ম মেনে বাইক চালানোর পরামর্শ দেন। ৩০ মিনিটের এই লাইভ অনুষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই হাজার হাজার ভিউ হয়। অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাকিবও এমন একটি আয়োজনে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই-এর একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৭৮টি ৩এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট ও ২টি ফ্লাগশিপ শোরুম রয়েছে। সম্প্রতি এই মোটরসাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দ্বিতীয়বারের মতো চুক্তি স্বাক্ষর করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।