চীন থেকে সিনোফার্মের টিকা কিনার অনুমোদন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-১৯ ১৭:০২:৩৭
চীনের চায়না ন্যাশনাল ফার্মালসিউটিক্যাল গ্রুপের (সিনোফার্ম) করোনাভাইরাসের টিকা কিনবে বাংলাদেশ।
বুধবার (১৯ মে) অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার নিশ্চিত করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শাহিদা আক্তার বলেন, ‘চীনের উপহার দেওয়া পাঁচ লাখ ডোজ ছাড়াও বাংলাদেশ সিনোফার্মের আরও টিকা কিনবে।’
সানবিডি/এএ