আরএকে সিরামিকসের ২টি লাইনের উৎপাদন সাময়িক বন্ধ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২০ ১৫:৩৬:৪৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের টাইলস উৎপাদনের ৪টি লাইনের মধ্যে ২টি লাইনের কাজ সাময়িক বন্ধ থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২টি লাইনে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষনের কাজ করা হবে। আগামীকাল শুক্রবার (২১ মে) থেকে ৫ জুন পরযন্ত এই কাজ চলবে।  এই সময়ে কোম্পানির স্যানিটারি প্লান্টের যন্ত্রপাতিও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তবে কোম্পানির অপর দুই টাইলস প্লান্টের (লাইন-৩ ও লাইন-৪) উৎপাদন চালু থাকবে। যেখানে স্যানিটারি ওয়্যার প্লান্ট উৎপাদনের ৬০ শতাংশ সক্ষমতা রয়েছে। আরএকে সিরামিকস উৎপাদন লাইন রক্ষণাবেক্ষনের কাজ শেষে উৎপাদন শুরুর ঘোষণা দেবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৫:৩৬/২০/৫/২০২১