বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাপ্রধানসহ নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২২ ১১:৪১:০২
নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান লেফটেনেন্ট জেনারেল ইব্রাহিম আতাহিরু বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ছাড়াও বিমানটিতে থাকা আরও ১০ আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দেশটির উত্তরপশ্চিমের রাজ্য কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের চেষ্টা করলে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় আতাহিরু ছাড়াও বিমানে আরও ১০ আরোহী ছিলেন, দুর্ঘটনায় সবার মৃত্যু হয়েছে।
৫৪ বছর বয়সী আতাহিরু চলতি বছরের জানুয়ারিতেই সেনাপ্রধানের দায়িত্বে এসেছিলেন।
নাইজেরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, সেনাপ্রধানকে বহনকারী বিমানটি কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে।