আল-আকসায় এএফপির সাংবাদিককে পেটাল ইসরাইলি বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২২ ১২:৫০:৩৭
ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে সংঘর্ষের ছবি তোলার সময় আন্তর্জাতিক বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) এক ফটো সাংবাদিককে মারধর করেছে ইসরাইলি বাহিনী।
শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কম্পাউন্ডে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলা চালায়। এ ঘটনার ছবি তোলেন ঘটনাস্থলে উপস্থিত এক ফটো সাংবাদিক।
বিষয়টি নজরে পড়লে ওই সাংবাদিকের ওপর হামলা চালায় ইসরাইলি সেনারা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, ইসরাইলি সেনাদের হাতে সাংবাদিক নির্যাতনের বিষয়টি জানালেও এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি এএফপি।
শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও মসজিদুল আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর চড়াও হয় ইসরাইলি পুলিশ।
ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড, ধোঁয়া বোমা ও সরাসরি গুলি চালানোর ঘটনাও ঘটেছে সেদিন। ফিলিস্তিনিরা পরে পাল্টা প্রতিরোধ করতে শুরু করলে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
উল্লেখ্য, ফিলিস্তিনে ইসরাইলের এবারের আগ্রাসনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সাংবাদিকরা।
এর আগে অ্যাসোসিয়েট প্রেস (এপি) এবং আলজাজিরার ব্যুরো অফিস ভবন গুঁড়িয়ে দেয় ইসরাইলি বিমান বাহিনী।
মাত্র ১ ঘণ্টার নোটিশে বহুতল ভবনটির ওপর হামলা চালায় দখলদার ইসরাইল।
ইসরাইলের এমন কাণ্ডের পর বিশ্বে সমালোচনার ঝড় উঠে। এই হামলাকে যুদ্ধাপরাধের শামিল আখ্যায়িত করে ঘটনার তদন্তেরও দাবি ওঠে।
ফিলিস্তিনের গাজায় গত ১০ মে থেকে চালানো ইসরাইলের বর্বর হামলায় ৬৬ শিশু ও ৩৯ নারীসহ বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে ২৪৮ জন নিহত হয়েছেন।
এ ছাড়াও ইসরাইলি হামলায় ১ হাজার ৯৪৮ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।