দর পতনের শীর্ষে এক্সিম ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৩ ১৫:০৪:১৪


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪১১ বারে ৮৯ লাখ ২২ হাজার ৮৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৮০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১০ বারে ৭৯ হাজার ৩৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা তসরিফার শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৪ শতাংশ কমেছে। কোম্পানিটি  ৩০৮ বারে ৪ লাখ ৮ হাজার ১৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- তাল্লু স্পিনিংয়ের ৪ দশমিক ৩৪ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৮৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৬১ শতাংশ, জিবিবি পাওয়ারের ৩ দশমিক ৬০ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩ দশমিক ৩৭ শতাংশ, ইসলামী ব্যাংকের ৩ দশমিক ৩১ শতাংশ ও তুংহাই নিটিংয়ের শেয়ার দর ৩ দশমিক ১২ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৫:০৪/২৩/৫/২০২১