আবুধাবিতে তিন শতাধিক শ্রমিকের মানবেতর জীবন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৩ ১৫:৪৯:৫৫
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি ক্লিনিং কোম্পানির তিন শতাধিক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। পাঁচ মাসের বেতন বকেয়াসহ বিদ্যুৎ, পানি ও খাদ্য সংকটে রয়েছেন তারা।
আবুধাবির মাফরাক শিল্প এলাকার ব্যাইনোনা জেনারেল ক্লিনিং কোম্পানি নামে এই প্রতিষ্ঠানের ভুক্তভোগী শ্রমিকরা ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কোম্পানির বিরুদ্ধে শ্রমিকদের দায়ের করা মামলা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে ব্যাইনোনা জেনারেল ক্লিনিং কোম্পানির শ্রমিক দেলোয়ার বলেন, এই কোম্পানিতে আমরা ১০ থেকে ১২ বছর ধরে কাজ করছি। প্রথম দুই বছর সবকিছু ঠিক ছিল। এরপর থেকে নানা সময় বেতন বকেয়া রাখছে। গত পাঁচ মাসের বেতন বকেয়া। খাবার নাই, বিদ্যুৎ ও পানি নাই। কোম্পানি আমাদের খোঁজখবরও নিচ্ছে না। আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে এসব অভিযোগ জানিয়েছি।
শ্রমিক মাসুদুর রহমান জানান, গত রমজান মাসে স্থানীয় রেডক্রিসেন্ট থেকে খাদ্য সহায়তা দিয়েছে। তবে দীর্ঘ সময় বেতন বকেয়া থাকায় বর্তমানে তারা অসহায় হয়ে পড়েছে।
ভুক্তভোগী শ্রমিকরা দূতাবাসের মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান চান। শ্রমিকরা জানান, বর্তমানে দেশটিতে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা পরির্বতনের সুযোগ রয়েছে। দূতাবাসের সহযোগিতায় দ্রুত মামলার নিষ্পত্তি করা গেলে তারা অন্যত্র কাজ করার সুযোগ নিতে পারবে।
সানবিডি/এনজে