আন্দোলনে যুক্ত হওয়ায় মিয়ানমারে দেড় লাখ শিক্ষক চাকরিচ্যুত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৩ ১৬:১৮:৫৭
মিয়ানমারে জান্তা সরকার বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার কারণে ১ লাখ ২৫ হাজারের বেশি স্কুল শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন দেশটির শিক্ষক ফেডারেশনের এক কর্মকর্তা। রবিবার (২৩ মে) এ তথ্য জানানো হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন পরই মিয়ানমারের স্কুলগুলোর নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। এর আগেই শিক্ষকদের চাকরিচ্যুত করার এ খবর এলো। গতকাল শনিবার মোট এক লাখ ২৫ হাজার ৯০০ শিক্ষক তাদের চাকরি হারিয়েছেন। যিনি এই তথ্য জানিয়েছেন তিনি নিজেও জান্তার অপরাধী তালিকায় আছেন। তাই নাম প্রকাশ করেননি। দুই বছর আগের তথ্য অনুযায়ী, মিয়ানমারে মোট স্কুল শিক্ষকের সংখ্যা ৪ লাখ ৩০ হাজার।
এক শিক্ষক কর্মকর্তা জানান, জনগণকে কাজে ফিরিয়ে আনার জন্য এটা কেবল হুমকি স্বরুপ একটি বিবৃতি। যদি তারা আসলেই এতজনকে চাকরিচ্যুত করে তাহলে পুরো সিস্টেম থেমে যাবে।
এ ঘটনার প্রতিক্রিয়া জানার জন্য জান্তার মুখপাত্র ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট পৌঁছাতে পারেনি রয়টার্স।
এদিকে, মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট পত্রিকা শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, শিক্ষাপদ্ধতি পুনরায় চালু করতে তারা যেন স্কুলে ফিরে আসে। শিক্ষকদের গ্রুপ অনুসারে, এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৯ হাজার ৫০০ জন শিক্ষককেও চাকরিচ্যুত করা হয়েছে।
সূত্র: রয়টার্স
সানবিডি/এএ