তিন সিনিয়রের ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ২৫৭
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৩ ১৭:২৪:১১
বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রানের সংগ্রহ দাঁড় করাল বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয় পেতে সফরকারী শ্রীলঙ্কা দলকে করতে হবে ২৫৮ রান।
বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা মনঃপুত ছিল না। দলীয় শতরান হওয়ার আগেই সাজঘরে ফিরেছিলেন চার ব্যাটসম্যান। সেখান থেকে শতরানের জুটি ও জোড়া ফিফটি করে দলকে লড়াকু সংগ্রহে পৌঁছে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীম।
তবু রয়ে গেছে একটি চিন্তা। শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। সেই তিন ম্যাচেই দলীয় সংগ্রহ ছিল ২৬০ রানের। অর্থাৎ ২৬০ রানের কম করে শ্রীলঙ্কার বিপক্ষে কখনও জিততে পারেনি বাংলাদেশ। তাই বোলারদের সামনে অপেক্ষা করছে চ্যালেঞ্জিং সময়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৫৭/৬, ৫০ ওভার (তামিম ৫২, সাকিব ১৫, মুশফিক ৫৩, মাহমুদউল্লাহ ৫৪, আফিফ ২৭*, সাইফউদ্দিন ১৩*; ধনঞ্জয়া ৩/৪৫, গুনাথিলাকা ১/৫, সান্দাকান ১/৫৫)
সানবিডি/এএ