বেজাকে ১৫ কোটি ৮৫ লাখ টাকার দিল বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-২৫ ২০:২৩:৪৫


‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে’ প্রস্তাবিত বিজিএমইএ গার্মেন্টস ভিলেজে জমি ইজারা চুক্তির জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজাকে ১৫ কোটি ৮৫ লাখ টাকার চেক দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

সোমবার (২৪ মে) বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএ নেতারা বেজা-এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সঙ্গে বেজা কার্যালয়ে সাক্ষাৎকালে এ চেক হস্তান্তর করেন।

বিজিএমইএ সভাপতি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে’ শিল্পপার্ক স্থাপন ও এতে পোশাককারখানা গড়ে তোলার জন্য বিজিএমইএ সদস্য প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেয়ায় বেজার নির্বাহী চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

তিনি আশা করেন, এই শিল্পপার্কে আন্তর্জাতিক মানসম্পন্ন পোশাককারখানা হিসেবে গড়ে উঠবে এবং এগুলো বিপুল কর্মসংস্থানের সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে’ প্রস্তাবিত গার্মেন্টস ভিলেজে জমি বরাদ্দ পাওয়া বিজিএমইএ সদস্যভূক্ত ৮টি পোশাককারখানার অনুকূলে ৫২ একর জমির বরাদ্দের ইজারা চুক্তি (ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট) সম্পন্ন করার জন্য ১৫ কোটি ৮৫ লাখ টাকার চেক বেজার নির্বাহী চেয়ারম্যানকে হস্তান্তর করেন। এসময় বিজিএমইএ সভাপতি বেজার নির্বাহী চেয়ারম্যানকে একটি গাছ উপহার দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন ও সহ-সভাপতি মিরান আলী।

চলতি বছরের ১৫ মার্চ বিজিএমইএ ৫৯টি কারখানার মধ্যে ৪১টি কারখানার অনুকূলে ২৩৯ একর জমি বরাদ্দপ্রাপ্ত বিনিয়োগকারীদের সঙ্গে বেজা কর্তৃক জমি ইজারা চুক্তি সম্পন্ন হয়। ২৯১ একর জমির ইজারা চুক্তি সম্পন্ন করার জন্য এ পর্যন্ত বিজিএমইএ সর্বমোট ২০৮ কোটি ৯৮ লাখ টাকা বেজাকে পরিশোধ করেছে।

সানবিডি/এএ