ইরানের চূড়ান্ত প্রেসিডেন্ট প্রার্থী ৭ জন, বাদ পড়লেন সংস্কারপন্থীরা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৫ ২০:৩৭:০৯


আগামী ১৮ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সাত প্রার্থীকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বাধীন ১২ সদস্যের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের পর মঙ্গলবার এসব প্রার্থীর নাম ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই তালিকায় প্রখ্যাত কোনও সংস্কারবাদী স্থান পাননি।

মেয়াদজনিত বাধ্যবাধকতার কারণে এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি। প্রেসিডেন্ট প্রার্থী হতে এবারে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন: বিচার বিভাগের বর্তমান প্রধান ইব্রাহিম রাইসি, উপযোগিতা কাউন্সিলের সেক্রেটারি মোহসিন রেজায়ী, সাবেক পরমাণু আলোচক সাইদ জলিলি, পার্লামেন্টের ডেপুটি স্পিকার আমির হোসেইন গাজিজাদেহ, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহসিন মেহেরলিজাদেহ, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আবদুলনাসের হেম্মতি এবং আইনপ্রণেতা আলিরেজা জাকানি।

অযোগ্য ঘোষিত হয়েছেন আরও ৫৮৫ প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন সর্বোচ্চ নেতার উপদেষ্টা এবং পার্লামেন্টের সাবেক স্পিকার আলি লারিজানি। বাস্তববাদী এই রক্ষণশীল নেতা বিগত কয়েক বছর ধরেই আলোচনার কেন্দ্রে ছিলেন। এছাড়া সংস্কারবাদী বর্তমান ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরি। দুইবার নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদীনেজাদও এবার অযোগ্য ঘোষিত হয়েছেন। যদিও অনেকেই এবারে তাকে শীর্ষ প্রার্থী হিসেবে মনে করছিলেন।

মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণার পর রক্ষণশীল ইব্রাহিম রাইসিকেই শীর্ষ প্রার্থী বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছিলো তাকে চ্যালেঞ্জ জানাতে পারেন কেবলমাত্র আলি লারিজানি ও ইসহাক জাহাঙ্গীরি। তবে এই দুই প্রার্থী অযোগ্য ঘোষিত হওয়ায় রাইসির নির্বাচিত হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

ইব্রাহিম রাইসির সমর্থনে ইতোমধ্যে বেশ কয়েক জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। আরও কয়েক জন একই পথ অবলম্বন করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

সানবিডি/এএ