ফের বেড়েছে তামার দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৬ ১৪:১২:৩১
চলতি মে মাসের শুরুতে বিগত ১০ বছরের সর্বোচ্চে ওঠে তামার দাম।তবে রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধির পর গত সপ্তাহে ধাতুটির বাজারদর হ্রাস পায়। এক সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে তামার দাম। মূলত ডলারের দরপতনের কারণে ধাতুটির দাম বেড়েছে। এছাড়া বিশ্বের শীর্ষ ধাতব পণ্যের ভোক্তা দেশ চীনের অর্থনীতি করোনার প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করায় তামার বাজারে চাঙ্গা ভাব অব্যাহত আছে। খবর বিজনেস রেকর্ডার।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার আগামী তিন মাসের সরবরাহ চুক্তিমূল্য ১ দশমিক ২ শতাংশ বেড়ে টনপ্রতি ১০ হাজার ৬৭ ডলারে উন্নীত হয়েছে। এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে তামার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে টনপ্রতি ১১ হাজার ৩৬৮ ডলারে দাঁড়িয়েছে।
সানবিডি/এনজে