মুন্নু গ্রুপের ব্যয় সাশ্রয়ী ‘উদ্দীপন অ্যাম্বুলেন্স’৫ জেলায় বিতরণ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৬ ১৬:৪৭:০১


দেশের অন্যতম প্রাচীন শিল্পগোষ্টি মুন্নু গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড (MAGML) মুজিববর্ষে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা প্রাপ্তির জন্য পল্লী অ্যাম্বুলেন্স প্র্স্তুতকরণ ও বিপণন শুরু করেছে।

বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’এর অর্থায়নে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড ‘উদ্দীপন অ্যাম্বুলেন্স’ প্রস্তুতকরণ ও বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করছে। ২৫ মে বিকেলে মুন্নু এগ্রোর কারখানা ধামরাই উপজেলার ইসলামপুর থেকে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা, কুমিল্লার দাউদকান্দি উপজেলা, পটুয়াখালীর বাউফল উপজেলা, পিরোজপুরের সদর উপজেলা এবং কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এই অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।

আগামী জুন মাসে আরো বেশ কয়েকটি জেলায় এই অ্যাম্বুলেন্স বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সমগ্র দেশে এই অ্যাম্বুলেন্স বিতরণ করা হবে। উদ্দীপন এর গ্রামাঞ্চলে সদস্যদেরকে সহজ শর্তে ঋনদানের মাধ্যমে এই অ্যাম্বুলেন্স কর্মসূচী চালু করা হয়েছে। অন্যদিকে পল্লী সঞ্চয় ব্যাংকও মুন্নু গ্রুপ প্রস্তুতকৃত এই পল্লী অ্যাম্বুলেন্স কর্মসূচী বিভিন্ন জেলায় বাস্তবায়ন করছে।

এই কর্মসূচীতে স্বল্প বিনিয়োগে স্বাবলম্বী হওয়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। সারাদেশে গ্রামাঞ্চলে দরিদ্র জনগোষ্টি অসুস্থতার কারনে জরুরীভাবে নিকটবর্তী স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা জেলা সদরে হাসপাতালে রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সুবিধা না পাওয়ায় সাধারণ মানুষের জরুরী চিকিৎসায় মারাত্মক সমস্যা হচ্ছে।

পল্লী অঞ্চলের এই সকল জরুরী রোগীদের পরিবহনের জন্য কাচা সড়ক, আধাপাকা সড়ক এবং পাকা সড়কে চলাচলের উপযোগী উদ্দীপন অ্যাম্বুলেন্স এর কোন বিকল্প নেই। এ বিষয়টি বিবেচনা করে পল্লী সঞ্চয় ব্যাংক এবং বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’তাদের সমিতির সদস্যদের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ দরিদ্র জরুরী রোগীদের স্বল্প মূল্যে রোগী পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে এই অ্যাম্বুলেন্স প্রকল্প গ্রহণ করেছে যা বাস্তবায়ন করছে মুন্নু গ্রুপ।

একই বাহন যাতায়াতের বাইক হিসাবে এবং রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহৃত হবে। এই অ্যাম্বুলেন্সে জরুরী রোগীর তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেয়ার জন্য কিটসহ অক্সিজেন সিলিন্ডার, ফ্যান, স্ট্রেচার, ফাস্ট এইড বক্স, অ্যাম্বুলেন্স সাইরেন ইত্যাদি সুবিধা রয়েছে। অন্যদিকে ৮জন যাত্রী পরিবহনের বাইক হিসাবেও এটা উপযোগী গাড়ী।

‘উদ্দীপন’ এর সদস্যবৃন্দ সাধারণত নিম্ন আয়ের মানুষ। এই নিম্ন আয়ের মানুষদের স্বল্প সুদে ঋণ প্রদান করে আয়বর্ধন মূলক প্রকল্প উদ্দীপন অ্যাম্বুলেন্স প্রদান করা হচ্ছে। এই নিম্ন আয়ের মানুষ অর্থ উপার্জন করে স্বাবলম্বী হচ্ছে এবং ক্ষূদ্র উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে গ্রামীন জনগোষ্টি স্বাস্থ্য সেবায় যাতায়াত সুবিধা পাচ্ছে। পল্লী সঞ্চয় ব্যাংক এবং উদ্দীপন এর মাধ্যমে সারাদেশে বিভিন্ন জেলায় এই অ্যাম্বুলেন্স বিতরণ কার্যক্রম চলছে। অ্যাম্বুলেন্স বিতরণের পূর্বে গ্রাহকদের এই অ্যাম্বুলেন্স গাড়ী চালানো, রক্ষণাবেক্ষণ ও মেরামত সম্পর্কে এবং প্রাথমিক স্বাস্থ্য বিধান বিশেষ করে রোগী পরিবহনের সময় অক্সিজেন ব্যবহার সম্পর্কে দিনব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই কর্মসূচীর ফলে গ্রামীন দরিদ্র মানুষ অ্যাম্বুলেন্স সুবিধা পাবে, অসুস্থ রোগী দ্রুত চিকিৎসা সুবিধা পাবে, দরিদ্র জনগোষ্টির চলাচল সহজ হবে, দরিদ্র মানুষের আত্ম-কর্মসংস্থান হবে এবং সর্বোপরি দেশের অর্থনীতি উন্নয়নে অধিকতর গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

গতকাল (২৫ মে) মঙ্গলবার এই উদ্দীপন অ্যাম্বুলেন্স গ্রাহকদের নিকট হস্তান্তর করেন ‘উদ্দীপন’এর ডাইরেক্টর অপারেশনস মোঃ সগির হোসেন, সহকারী পরিচালক মাইক্রো ফাইন্যান্স মোঃ জাহিদুল ইসলাম এবং সহকারী পরিচালক প্রশাসন মাহবুব উল আলমসহ ঢাকা জোনাল ম্যানেজার এবং স্থানীয় শাখা ব্যবস্থাপক প্রমূখ।

অন্যদিকে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিঃ এর নির্বাহী পরিচালক অপারেশনস প্রকৌশলী এবিএম আবদুল আলিম, নির্বাহী পরিচালক (প্রশাসন ও জনসংযোগ) মোঃ আবদুল আউয়াল, হেড অফ প্রডাকশন প্রকৌশলী কুন্দন শর্মা এবং প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।