৩ কোম্পানির লেনদেন চালু রোববার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৭ ১১:৫৬:১২


পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ, রেকিট বেনকিজার ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন রোববার চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার রের্কড ডেটের কারণে শেয়ার লেনদেন স্থগিত রেখেছে কোম্পানি ৩টি। আগামী রোববার থেকে এ কোম্পানি ৩টির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১১:৫৬/২৭/৫/২০২১