নিতাইগঞ্জে কমেছে চিনির দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৭ ১৬:২৪:৫৬


দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার  নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে চিনির দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তা (৫০ কেজি) চিনির দাম ১০০ টাকা কমেছে। কেজিতে দাম কমেছে ২-৪ টাকা।

এ ব্যাপারে ব্যবসায়ীরা বলেন, বাজারে চাহিদার তুলনায় চিনি সরবরাহ বেশি রয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে চিনির কাঁচামালের দাম কমেছে। মূলত এসব কারণেই দেশের বাজারে পণ্যটির দাম কমেছে। তবে পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি।

বাজারে দেখা যায়, পাইকারি বাজারে ৬৬ টাকা কেজি দরে চিনি বিক্রি হচ্ছে। এ বাজারে ঈদের আগে পণ্যটি বিক্রি হয়েছিল ৬৮-৭০ টাকা কেজি দরে। সংশ্লিষ্টদের দাবি, ঈদের সময় ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট ইচ্ছাকৃতভাবেই দাম বাড়িয়ে দেন। এছাড়া আন্তর্জাতিক বাজারে চিনির কাঁচামালের দাম বাড়ার সঙ্গে সঙ্গে মিল গেটে চিনির দাম বাড়িয়ে দেয়া হয়। অসাধু ব্যবসায়ীরা বাজারকে অস্থিতিশীল করে তুলতে এ কাজ করেন। তবে বর্তমানে কাঁচামালের দাম কম থাকায় দেশের বাজারে পণ্যটির দামও কম।

সানবিডি/এনজে