মিটফোর্ড হাসপাতালের নার্সদের অগ্রণী ব্যাংকের ছাতা উপহার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৭ ১৭:৪৬:১০


সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে কর্মরত নার্সদের অগ্রণী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে ব্যাংকের লোগো সম্বলিত ছাতা উপহার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭মে) অগ্রণী ব্যাংক লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. কাজী রশীদ-উন-নবী, উপ-পরিচালক ডা. মোঃ আলী হাবিব এবং সহকারি পরিচালক ডা. মোঃ আনোয়ারুল আজীম এর উপস্থিতিতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) উপহার হিসেবে ছাতা তুলে দেন।

অগ্রণী ব্যাংক লিমিটেড, এসএসএমসি মিটফোর্ড হাসপাতাল শাখার ব্যবস্থাপক মীর্জা মোহাম্মদ আবুল বাছেদ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল শাখার সভাপতি জরিনা আক্তার ও সাধারণ সম্পাদক মাহমুদা পারভীন এর হাতে এই উপহার তুলে দেন।।