ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৫-২৭ ২০:০০:৫০


ভোলায় যাত্রীবাহী বা‌সের চাপায় অটো রিকশা ও বোরা‌কের ৩ যাত্রী নিহত হ‌য়ে‌ছে। এ ছাড়াও পাঁচজন‌কে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি কর‌লে দুইজ‌নের অবস্থা অবনতি হ‌লে উন্নত চি‌কিৎসার জন্য ব‌রিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্প‌তিবার (২৭ মে) দুপুর ৩টার দি‌কে ভোলা-চরফ্যাশন সড়‌কে ঘুইংগারহাট এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন মো আজিজুল ইসলাম (৪০), মো. মিরাজ (৩০) ও মো. সোহাগ (১২)। নিহতরা সবাই ভোলা সদর উপ‌জেলার উক্তর দিঘলদী ইউনিয়নের কমরউদ্দিন গ্রা‌মের বা‌সিন্দা। আহত‌দের নাম ও প‌রিচয় প্রাথ‌মিকভা‌বে জানা যায়‌নি।

এদি‌কে দুর্ঘটনা পর থে‌কে সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ কর‌ছেন স্থানীয়রা। সড়‌কে সব ধর‌নের যান চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

স্থানীয়রা জানান, ভোলা বাসস্ট‌্যান্ড থে‌কে যাত্রী নি‌য়ে চরফ্যাশনের উদ্দেশে রওনা হয় যাত্রীবা‌হী বাস বিস‌মিল্লাহ্ প‌রিবহন। ভোলা সদ‌রের ঘুইংগারহাট বাজার এলাকায় আস‌লে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে প্রথ‌মে কমরউ‌দ্দিন থে‌কে ভোলা সদর হাসপাতা‌লগামী এক‌টি অটো রিকশাকে চাপা দেয়। প‌রে সেখা‌নেই আরেকটি ভোলাগামী বোরাক‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। এ ছাড়া অটো রিকশা ও বোরা‌কে আহত‌দের স্থানীয়রা উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন।

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনা‌য়েত হো‌সেন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

সানবিডি/এএ