নাইজেরিয়ায় নৌকাডুবিতে ১৮০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৭ ২০:৪৫:৫১
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ১৮০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) স্থানীয় সংবাদমাধ্যমগুলি এ তথ্য জানিয়েছে।
অভ্যন্তরীণ নৌকর্তৃপক্ষের স্থানীয় ম্যানেজার ইউসুফ বিরমা জানান, নৌকাটি বুধবার নাইজার রাজ্যের মধ্যাঞ্চল থেকে কেব্বি রাজ্যের ওয়ারাতে যাচ্ছিল। এতে অতিরিক্ত যাত্রী ছিল।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নৌকাটিতে দুই শতাধিক যাত্রী ছিল। এদের মধ্যে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ১৮০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সরকারি কর্মকর্তারা।
ইউসুফ বিরমা বলেন, ‘নৌকাটি কাঠের তৈরি ছিল এবং এটি অনেক পুরোনো ও নড়বড়ে ছিল। কিন্তু অতিরিক্ত যাত্রীদের নৌকা থেকে নামতে বলার পরও তারা কোনো কথা শোনেনি।’
সানবিডি/এএ