বিকেওএর সভাপতি হলেন মাহবুবুর রহমান স্বপন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-২৭ ২১:০৪:৪০
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিকেওএ) সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান স্বপন। ২০২১ থেকে ২০২৩ সালের জন্য তিনি সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৭ মে) নির্বাচনী বোর্ড মাহবুবুর রহমানসহ সংগঠনটির পরিচালনা বোর্ডের সহসভাপতি ও পরিচালকদের নাম ঘোষণা করে।
সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল বাসার, রকিবুল হাসান রাকিব, জাহাঙ্গীর আলম এবং কবির হোসেন ভূঁইয়া বাবুল (অর্থ)।
এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ, আকবর হোসেন, নির্মল চন্দ্র রায়, নুরুল ইসলাম, মজিবর রহমান, সাহারীয়া জুয়েল, মুকুল হোসন, জাহিদ আলম, আব্দুল আউয়াল,শহিদুল ইসলাম,আলী রেজা, কামাল হোসেন, সিরাজুল ইসলাম,নূরুজ্জামান খান এবং মহসিন মৃধা।
নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বিকেএমইএর প্রথম সহসভাপতি ও বিসিক শিল্প মালিক সমবায় সমিতি সভাপতি মোহাম্মদ হাতেম। সদস্য হিসেবে দায়িত্বপালন করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ফারুক বিন ইউসুফ এবং বিকেওএর প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহের শামীম।
সানবিডি/এএ