সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৯ ১০:৩৫:৩৮


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৭০১ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৫২৩ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের ৮ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭৮৫ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৪ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৪ কোটি ৫৯ লাখ ২৯ হাজার ৬০২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৫ কোটি ৩৮ লাখ ৪ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  এনআরবিসি ব্যাংকের ১৬৪ কোটি ২ লাখ ৪৪ হাজার টাকার, পাইওনিয়র ইন্স্যুরেন্সের ১৫৭ কোটি ৯০ লাখ ৫৬ হাজার টাকার,  সাইফ পাওয়ারটেকের  ১৫৫ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১২১ কোটি ৪৫ লাখ ১৩ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১১১ কোটি ৫২ লাখ ১২ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১১১ কোটি ৩৮ লাখ ৩৬ হাজার টাকার ও ন্যাশনাল ফিডের ১০৬ কোটি ৭৪ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১০:৩৫/২৯/৫/২০২১