ইস্তানবুলের তাকসিম স্কয়ারে মসজিদ উদ্বোধন করলেন এরদোয়ান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৯ ১৪:৫৫:৪৩
তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তানবুলের তাকসিম স্কয়ারে একটি মসজিদ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে মসজিদটি নির্মাণের পরিকল্পনা নিয়ে ২০১৩ সালে দেশটিতে তুমুল বিরোধীতা হয়েছিলো।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে যোগ দিয়েছেছিলেন হাজার হাজার মানুষ। এমনকি অনেকে মসজিদে জায়গা না পেয়ে চত্বরে বসে নামাজ পড়েন।
এ ব্যাপারে জানা গেছে, মসজিদটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যার সঙ্গেই আছে খোলা চত্বর, যেটিকে ঐতিহাসিকভাবে ধর্মনিরপেক্ষ তুরস্ক প্রজাতন্ত্রের প্রতীক মনে করা হয়। মূলত এটি তুর্কি প্রজাতন্ত্র এবং এর প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের একটি স্মারক হিসেবে বিবেচিত হয়।
শুক্রবার মসজিদটির উদ্বোধন করে জুমার নামাজ আদায়ের পর এরদোয়ান বলেন, ‘তাকসিম মসজিদ এখন ইস্তাম্বুলের স্মারকগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গায়। আল্লাহর ইচ্ছায় এটি শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে।’
সানবিডি/এনজে