৮ জেলায় লকডাউনের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৫-৩০ ১৩:৫৩:০৪
করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আট জেলাকে দ্রুততম সময়ে লকডাউনের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে এই জেলাগুলোতে কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্তের হার ৩০ শতাংশের বেশি।
বিশেষজ্ঞরা নতুন করে নওগাঁ, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলায় লকডাউনের সুপারিশ করেছে। ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জকে লকডাউনের আওতায় এনেছে স্থানীয় প্রশাসন।
গবেষকরা মনে করছেন, এই জেলাগুলোতে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। চাঁপাইনবাবগঞ্জে সাত জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে তারা কেউ সম্প্রতি ভারতে ভ্রমণ করেননি।
স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য আবু জামিল ফয়সাল বলেন, ‘সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় আমরা সুপারিশ করেছি, মন্ত্রীপরিষদ বিভাগকে যেন এই জেলাগুলোতে কঠোর লকডাউন ঘোষণা করে।’