অভিবাসীদের জন্য রেমিট্যান্সের ১০ শতাংশ বরাদ্দ দাবি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-৩০ ১৪:২৫:১১


আসন্ন ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে অভিবাসী কর্মীদের উন্নয়ন, কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করার জন্য অভিবাসী কর্মীদের পাঠানো বার্ষিক রেমিট্যান্সের কমপক্ষে ১০ শতাংশ উন্নয়ন বাজেট রাখার দাবি জানিয়েছে তৃণমূল অভিবাসী সংগঠন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলছে, অভিবাসনের জন্য নেয়া ঋণ পরিশোধ করতে না পারা কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পেরে অনেক বিদেশফেরত অভিবাসী কর্মী সামাজিক ও অর্থনৈতিকভাবে দুর্বিষহ জীবনযাপন করেন। এছাড়া কভিড-১৯ মহামারীর কারণে কাজ হারিয়ে এরই মধ্যে পাঁচ লক্ষাধিক বাংলাদেশী অভিবাসী কর্মী দেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। এদের প্রায় ৬৩ শতাংশ অভিবাসী কর্মীকে পাওনা বেতন, বোনাস বা গ্র্যাচুইটি না দিয়েই সম্পূর্ণ শূন্য হাতে দেশে ফেরত পাঠানো হয়েছে। এ অবস্থায় বেশকিছু দাবি জানিয়েছে সংগঠনটি।

তাদের এসব দাবির মধ্যে রয়েছে সামাজিক ও অর্থনৈতিকভাবে  ক্ষতিগ্রস্ত বিদেশফেরত অভিবাসী কর্মী বিশেষ করে নারী অভিবাসী কর্মীদের জাতীয় সামাজিক সুরক্ষাবেষ্টনীতে অন্তর্ভুক্ত করে মাসিক ভাতা প্রদানের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা। অভিবাসী কর্মীদের সুরক্ষার জন্য সামাজিক সুবিধা নিশ্চিত করতে প্রভিডেন্ট ফান্ড চালু করা। এজন্য আসন্ন অর্থবছরে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অভিবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্সের ওপর প্রদেয় প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সানবিডি/এনজে