দর পতনের শীর্ষে ডেল্টা স্পিনার্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-৩০ ১৫:১৫:২৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৪৪ বারে ১ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৮৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ২৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইমাম বাটনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২২ বারে ৬৪ হাজার ৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা তৌফিকা ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬১৫ বারে ২৭ লাখ ২৮ হাজার ৫৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৬৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-আমান ফিডের ৬ দশমিক ৪৫ শতাংশ, পূরবী জেনারেলের ৬ দশমিক ২৮ শতাংশ, জিলবাংলা সুগারের ৬ দশমিক ১০ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৫ দশমিক ৯৭ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৫ দশমিক ৮৮ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ৫ দশমিক ৪০ শতাংশ ও প্রাইম ব্যাংকের ৫ দশমিক ৩৬ শতাংশ দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৫:১৫/৩০/৫/২০২১