রাজধানীতে গাঁজা ও ইয়াবাসহ কুৎখাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-৩০ ১৬:২৩:৪৩
রাজধানীর মালিবাগ বাজার রোড এলাকায় একটি বাসা থেকে দুই হাজার আটশত পিস ইয়াবা ও চার কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।
শনিবার (২৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে মালিবাগ বাজার রোডে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য বিক্রির কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, শাহজালাল ওরফে তোতলা শাহজালাল (৩২), মো. ওয়ালিউল্লাহ (৩৩), মো. ওমর ফারুক (৩৮) এবং মো. আলমগীর মিয়া (৩০)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার অফিস ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, বিপিএম-সেবা।
মামলার এজাহার থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) মো. হায়াত আলী খন্দকার ও তার সঙ্গীয় দায়িত্বরত কর্মকর্তারা মালিবাগ বাজার রোডের টুলু মিয়ার বাড়ীর নিচতলায় মাদক ব্যবসায়ী ওয়ালিউল্লাহর বাড়িতে অভিযান চালায়। এসময় টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বাসার সার্চ করে খাটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় এবং আসামীদের প্যান্টের জিপারে লুকিয়ে রাখা মোট চার কেজি গাঁজা ও ২৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য নয় লক্ষ ৬০ হাজার টাকা।
আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য বিক্রির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ কথিত সাবেক ছাত্রলীগ নেতা মায়নুল হাসনাত রানা ওরফে ময়লা রানা গংদের রাজনৈতিক সেল্টারে শাহজালাল ওরফে তোতলা শাহজালাল দীর্ঘদিন ধরে মাদকের মত ভয়াবহ নেশাদ্রব্যর ব্যবসা করে আসছে।
বৃহত্তর মতিঝিল থানার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দাবিকৃত এই ভন্ড নেতার কারনে নষ্ট হয়ে যাচ্ছে ছাত্র সমাজ।
মামলার প্রধান আসামী শাহাজালাল ওরফে তোতলা শাহজালালের বিরুদ্ধে রাজধানীর বেশ কটি থানায় অস্ত্র, ধর্ষন,ছিনতাই ও মার্ডারসহ ২০ টির উপরে মামলা রয়েছে।
এলাকাবাসী এই কুৎখাত মাদক সেবনকারী ও ব্যবসায়ীর হাত থেকে ছাত্র ও যুব সমাজকে বাঁচাতে তার গড ফাদারদের নির্মূলসহ উপযুক্ত বিচার কামনা করেন বিজ্ঞ আদালতের কাছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আরও জানান, তাদের এই অভিযান অব্যাহত রেখে গড ফাদারদরসহ এই এলাকার সকল মাদক ব্যবসায়ীদের মূলোৎপাটন করা হবে।