এক্সিম ব্যাংকের পাঁচশত কোটি টাকা বন্ড অনুমোদন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৫-৩০ ১৬:৫০:৪৭


পুঁজিবাজারের তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেডের পাঁচশত কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ৭৭৫তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্র মতে, এক্সিম ব্যাংক লিমিটেডের পাঁচশত কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেটেড, মুদারাবা সা-অর্ডিনেন্ড বন্ডের অনুমোদন দিয়েছে বিএসইসি। সাব-অর্ডিনেন্ড বন্ডটির কুপন হার ইসলামী ব্যাংক সমুহের স্থায়ী আমানতের লভ্যাংশের ৬ মাসের গড় এর সাথে অতিরিক্ত মার্জিন ২ শতাংশ যােগ করে নির্ধারণ করা হবে। বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাষ্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যােগ্য বিনিয়ােগকারীদের অনুকুলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডের টাকা দিয়ে এক্সিম ব্যাংক টায়ার টু মুলধনের ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিট/লটের অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডের ট্রাস্টি হিসাবে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং অ্যারেন্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

 

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর