জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি অধ্যাপক মশিউর রহমান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-৩০ ১৬:৩৯:২৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক মশিউর রহমান। তিনি এর আগে এই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্বে ছিলেন।
মশিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি উপাচার্যের দায়িত্বে অধ্যাপক হারুন-অর-রশিদের স্থলাভিষিক্ত হচ্ছেন।
অধ্যাপক হারুন-অর-রশিদ ৫ মার্চ উপাচার্য হিসেবে তার দ্বিতীয় মেয়াদ পূর্ণ করেন। পরে গত ১৬ মার্চ এই পদে অধ্যাপক মশিউর রহমানকে রুটিন দায়িত্ব পালন করতে বলেছিল সরকার।
এবার তাকে ভিসির আনুষ্ঠানিক দায়িত্ব দিয়ে রোববার আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
আদেশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় আইনানুযায়ী অধ্যাপক মশিউর রহমানকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ নিয়োগ অনুমোদন করেছেন।
সানবিডি/এএ