রূপালী ব্যাংকের চেয়ারম্যান হলেন কাজী সানাউল হক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-৩০ ১৭:২৪:৪৫


বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাকারী রাষ্ট্রয়াত্ত রূপালী ব্যাংক লিঃ এর পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএসসির সাবেক এমডি কাজী সানাউল হক।

রবিবার (৩০ মে) বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে উপ সচিব জেহাদ উদ্দিনের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, রূপালী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে কাজী সানাউল হককে তার যোগগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে নিয়োগ প্রদানের নিমিত্তে ব্যাংক কোম্পানী আইন ১৯৯১ ‘ এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সানবিডি/এএ