অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেপজা-বেজা চুক্তি স্বাক্ষর

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-৩১ ১৫:০৭:৩৫


মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’ স্থাপনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) মধ্যে ‘ডেভেপলমেন্ট চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী ও বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম এ চুক্তিতে স্বাক্ষর করেন। সভায় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, বেজা ও বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেজা গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বেপজাকে জমি বরাদ্দের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ১৮ মে বেপজা ও বেজার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ১ হাজার ১৫০ একর আয়তনসমৃদ্ধ বেপজা অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগরের মিরসরাইয়ে অবস্থিত। এখানে বিনিয়োগকারীদের শিল্প-কারখানা স্থাপনের জন্য বাঁধ, রাস্তা, পানির লাইন, বিদ্যুৎ লাইনসহ প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনকাজ প্রায় সমাপ্ত। এছাড়া জোন সার্ভিসেস কমপ্লেক্স, অফিসার্স ও স্টাফ ডরমিটরি, ইনভেস্টরস রেসিডেন্স, আনসার ও সিকিউরিটি ব্যারাক, সিকিউরিটি ও কাস্টমস ভবন, মেইন গেট ও কাস্টমস গেট প্রভৃতি নির্মাণকাজ চলমান রয়েছে।

সানবিডি/ এনজে