ফিলিস্তিনে ‘গুপ্তহত্যা” চালাচ্ছে ইসরায়েলী বাহিনী

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৫-৩১ ১৫:২৮:৩৮


অবৈধ রাষ্ট্র ইসরায়েলের গুপ্তচরেরা ফিলিস্তিনে গুপ্তহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রামাল্লার সরকারি কর্মকর্তারা। প্রতিদিন রাত ২টার পর ইসরায়েলি সেনারা রামাল্লায় এসে ধরপাকড় চালায়। অধিকাংশ ক্ষেত্রেই এসব ধরপাকড় শেষ পর্যন্ত হত্যার দিকে মোড় নেয়। এই কাজের জন্য ইসরায়েলের বিশেষ বাহিনী মুসতা’রিবিনকে দায়ী করা হয়। খবর আলজাজিরার।

আল-আমারি শরণার্থী শিবিরে ২৪ বছর বয়সী আহমেদ ফাহাদের জানাজায় অঝোরে কাঁদছিলেন তার মা। ছেলের মৃত্যুর জন্য সরাসরি ইসরায়েলি গুপ্তচরদের দায়ী করলেন তিনি। ইসরায়েলি গুপ্তচররা গভীর রাতে ফাহাদকে আটক করে। এরপর ভোর সাড়ে ৫টার দিকে তাকে গুলি করে লাশ রামাল্লার কাছে উম আল শরায়েত এলাকার একটি রাস্তায় ফেলে দিয়ে যায়। মরদেহ দেখে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আওদা বলেন, ফাহাদকে কাছ থেকে বেশ কয়েকটি গুলি করা হয়েছে।

সানবিডি/ এনজে