বাজেটে আসছে কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে ১০ বছরের কর অবকাশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-৩১ ২১:২৩:৫০


বাজেটে কৃষিখাতে কর অব্যাহতি ও ছাড় দেয়ার পরিকল্পনা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের। কৃষিখাতে নতুন বিনিয়োগ উৎসাহিত করার জন্য এ সুবিধা দেয়া হবে।

জানা গেছে, শাকসবজি, ফলমূল, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিযন্ত্র তৈরিতে আগামী অর্থবছরে নতুন বিনিয়োগকারীরা পেতে পারেন ১০ বছরের কর অবকাশ। আগামী ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত যারা এ খাতে বিনিয়োগ করবেন, তারাই আয়কর অব্যাহতির সুবিধা পেতে পারেন। তবে এক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগ হতে হবে এক কোটি টাকা।

এছাড়াও বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে বিডার নিবন্ধন নিতে হবে। কাঁচামাল হতে হবে সম্পূর্ণ দেশে উৎপাদিত। উৎপাদনকারী কারখানার পরিবেশ বা পণ্যের মানের কারণে শাস্তি পেলে এ সুবিধা বাতিল হয়ে যাবে।

সানবিডি/এএ