লভ্যাংশ দেওয়ার সক্ষমতা বাড়ছে তালিকাভুক্ত কোম্পানির

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-০৩ ১৬:৩১:৩১


২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত কোম্পানির কর হার আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন।

অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এই প্রস্তাব কার্যকর হলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর লভ্যাংশ দেওয়ার সক্ষমতা বাড়বে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বর্তমানে ২৬ শতাংশ কর দিতে হবে। প্রস্তাবিত বাজেটে এটি করা হয়েছে ২২ দশমিক ৫০ শতাংশ। প্রস্তাব কার্যকর হলে আড়াই শতাংশ কর কমবে। ফলে কোম্পানির কর পরবর্তী আয় আগের তুলনায় বাড়বে। এতে করে লভ্যাংশ বাড়তি দেওয়ারও সক্ষমতা তৈরি হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর