আরও ১৫৮ প্রবাসী বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মাল্টা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-২২ ১৫:৪৩:৩৮
ইউরোপীয় ইউনিয়েনের অন্তর্ভুক্ত মাল্টা দ্বীপ থেকে আবারও ১৫৮ বাংলাদেশিকে ফেরত পাঠানোর খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাল্টা প্রবাসী কয়েকজন বাংলাদেশি।
ইতোমধ্যে খবরটি জানাজানি হলে প্রবাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, এসব বাংলাদেশি অবৈধভাবে মাল্টা প্রবেশ করেছেন।
এর আগে ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে মাল্টা থেকে। বিশেষ একটি বিমানে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
এরই ধারাবাহিকতায় আবারও অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মাল্টা সরকার। তবে অভিযোগ উঠেছে— এসব বাংলাদেশির ব্যাপারে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কোনো সহযোগিতা না করে বরং তাদের পাঠাতে আউট পাস দিয়ে মাল্টা সরকারকে সহায়তা করছে।
মাল্টায় অবস্থিত বাংলাদেশিরা রাজনৈতিক ও মানবিক আশ্রয় চেয়েছিলেন মাল্টা সরকারের কাছে। অন্যদিকে মাল্টায় কোনো দূতাবাস বা কনস্যুলেট অফিস না থাকায় গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের পাসপোর্টসহ সব ধরনের সেবা দিয়ে থাকেন। প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি দূতাবাস অবগত রয়েছে।
সানবিডি/এনজে