বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন এসিআই গ্রুপের চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২৮ ১৬:২৬:৩৬
‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪’-এ ভূষিত হয়েছেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় কৃষি সম্প্রসারণের অবদানের মাধ্যমে কৃষি উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় এম. আনিস উদ্ দৌলাকে এই পুরস্কারে ভূষিত করেন। প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এই পুরস্কার তুলে দেন।
কৃষিক্ষেত্রে অভাবনীয় অবদানের জন্য এবার ৫ জন সোনা, ৯ জন রৌপ্য এবং ১৮ জন ব্রোঞ্জ মেডেল পান।
কৃষি গবেষণা সম্প্রসারণ, সমবায় উদ্বুদ্ধকরণ, প্রযুক্তি উদ্ভাবন, নারীদের অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষ প্রভৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়া হয়।
সানবিডি/এএ