করোনা রুখতে ‘১০০০ গুণ কার্যকরী’ অ্যান্টিবডি তৈরি করলেন গবেষকরা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০২ ১০:৪২:১৩


করোনা ভাইরাস রুখতে ১০০০ গুণ বেশি কার্যকর অ্যান্টিবডি তৈরি হয়েছে। এমনই দাবি করলেন জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর বায়োফিজিকাল কেমিস্ট্রি গবেষকরা। তাঁরা জানান, ‘অত্যন্ত শক্তিশালী এবং স্থিতিশীল’ এই অ্যান্টিবডি মানবদেহে কোভিডের বিরুদ্ধে অপ্রতিরোধ্য দেওয়াল গড়ে তুলবে।

স্তন্যপায়ী প্রাণী আলপাকার রক্ত ​​থেকে এই অ্যান্টিবডি তৈরি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, করোনাভাইরাসের স্পাইক প্রোটিনের প্রবেশ করানোর মাধ্যমে তিনটি অ্যালপাকার শরীরে রোগ প্রতিরোধ গড়ে তোলা হয়। অ্যালপাকাগুলির যখন অ্যান্টিবডি তৈরি হয়, বিজ্ঞানীরা তাদের রক্তের নমুনা বের করেন। এরপরে, ব্যাকটিরিওফেজের মাধ্যমে বিস্তৃত পুল থেকে সেরা অ্যান্টিবডিগুলি বাছাই করা হয়। এগুলি SARS CoV-2 এর বিরুদ্ধে কার্যকারিতার জন্য পরীক্ষা করা হয়। পর পর কয়েক রাউন্ডের অপ্টিমাইজেশনে এটি উন্নত পর্যায়ে পৌঁছায়।

‘আলফা, বিটা, ডেল্টা এবং গামা ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতা মিলেছে এই অ্যান্টিবডিতে,’ জানালেন বায়োফিজিকাল কেমিস্ট্রি বিভাগের পরিচালক ডর্ক গর্লিচ। গবেষকরা জানিয়েছেন, এই মিনি-অ্যান্টিবডি, যাকে ন্যানোবডিও বলা হয়, বর্তমানে ক্লিনিকাল ট্রায়ালের জন্য প্রস্তুত করা হচ্ছে।

EMBO জার্নালে প্রকাশিত গবেষণায় উল্লেখ করা হয়েছে যে এই ন্যানোবডিগুলি ভাইরাসকে দমাতে বর্তমানে উপলব্ধ অ্যান্টিবডিগুলির চেয়ে ‘১ হাজার গুণ উন্নত’। আরও বলা হয়েছে যে এই ন্যানোবডিগুলি কম খরচে মিলবে। ফলে দ্রুত চাহিদা মেটানো যাবে। গবেষণায় জার্মানির ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার গোয়েটিংজেন (UMG) -র বিজ্ঞানীরাও অংশ নেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

সানবিডি/আরএইচ