সৌম্যকে বাদ দিয়ে বাংলাদেশ একাদশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০১ ১৬:০২:৩৭
অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে এবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। আজ (বুধবার) শুরু হয়েছে পাঁচ ম্যাচের এই সিরিজ। মিরপুরে প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে বাংলাদেশ দল। এই ম্যাচে ওপেনার সৌম্য সরকারকে ছাড়াই মাঠে নেমেছে টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত ১৯ সদস্যের বাংলাদেশ দলে ওপেনার তিনজন। এনিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে, কাকে দেখা যাবে ইনিংস উদ্বোধনে। ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স অবশ্য আগেই জানিয়েছিলেন লিটন দাস ওপেনিংয়ে থাকছেন। এরপর প্রশ্ন জমা হয়, তার সঙ্গে কাকে দেখা যাবে?
আজ টসের পর জানা যায়, নাঈম শেখের ওপর আস্থা রেখেছে দল। এজন্য সুযোগ পাননি সৌম্য সরকার। শামীম পাটোয়ারীও এ ম্যাচে জায়গা পাননি। দুই সিরিজ পর ফিরেছেন মুশফিকুর রহিম।
এদিকে নিউজিল্যান্ড দলে অভিষেক হচ্ছে দুজনের। রাচিন রবীন্দ্র আর কুল ম্যাকনি একাদশে জায়গা পায়েছেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (উইকেটরক্ষক, অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, অ্যাজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডুফি।
সানবিডি/ এন/আই