রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬৪

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-০১ ১৬:৪৩:৫৭


গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে আটক করেছে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আটকের সময় তাদের হেফাজত থেকে ২২ হাজার ৭২৭ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন, ২৮ কেজি ৩৬৫ গ্রাম গাঁজা, ১৫০ বোতল ফেন্সিডিল ও ৭ লিটার দেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৩১ আগস্ট (মঙ্গলবার) সকাল ৬টা থেকে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।

এএ