নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের স্বাদ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০১ ১৮:৪৫:৪৬
অস্ট্রেলিয়ার পর নিউ জিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টিতে প্রথমবার জয়ের দেখা পেল বাংলাদেশ। আগের ১০ দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ। এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিতল টাইগাররা। ব্যবধানটাও থাকল বেশ বড়। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
দুর্দান্ত বোলিংয়ে মিরপুরে কিউইদের ৬০ রানে গুটিয়ে দেওয়ার পর ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। ৭ রানে ২ উইকেট হারানোর পর সাকিব আল হাসান বিপর্যয় ঠেকান। ইনিংস সেরা ২৫ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। পরে মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের ব্যাটে ৩০ বল হাতে রেখে জেতে বাংলাদেশ। ১৬ রানে মাহমুদউল্লাহ ও মুশফিক ১৪ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশ: ৬২/৩ (১৫ ওভার)
নিউ জিল্যান্ড: ৬০/১০ (১৬.৫ ওভার)
এএ