দর বৃদ্ধির শীর্ষে সমতা লেদার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০২ ১৫:৫৮:২৫


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সমতা লেদার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৮০২ বারে ৩ লাখ ২৫ হাজার ২৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা একটিভ ফাইনের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৭২২ বারে ১ কোটি ৩৫ লাখ ২৮ হাজার ৫৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৫১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা প্রিমিয়ার সিমেন্টের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১২৭ বারে ৩৪ লাখ ৩৫ হাজার ৪৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৪৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হাক্কানি পাল্পের ৯.৮৯ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯.৮০ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯.৬৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.৩০ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৮.৮৭ শতাংশ এবং মেঘনা সিমেন্টের শেয়ার দর ৮.২৮ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস