খাদ্য সংকটের মুখে আফগানিস্তান: জাতিসংঘ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০২ ১৬:৪৫:০৩


তালেবানের ক্ষমতা দখলের পর খাদ্যসংকটের মুখে আফগানিস্তান। আগামী এক মাসের মধ্যে খাদ্যসংকটে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে জাতিসংঘ। ব্যবস্থা না নিলে প্রতি তিনজনের মধ্যে একজন অভুক্ত থাকবেন। আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক সমন্বয়কারী রমিজ অলকবারভ স্থানীয় সময় বুধবার বলেন, আফগানিস্তানে মানবিক পরিস্থিতি উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে। খবর আল–জাজিরার।

তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর এখনো সরকার গঠন করেনি। তাই তাদের আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার বিষয়টিও ঝুলে আছে। আন্তর্জাতিক স্বীকৃতি না পেলে বিদেশ থেকে খাদ্যসাহায্য আসবে না। দেশের ভিতরের অবস্থা প্রতিদিন খারাপ হচ্ছে। খাদ্যসামগ্রীর দাম ৫০ শতাংশ ও পেট্রোলের দাম ৭৫ শতাংশ বেড়ে গেছে।

দেশটি চলমান সংকটাপন্ন অবস্থায় জাতিসংঘ জানালো, আফগানিস্তানে খাদ্যসংকট আসন্ন। আফগানিস্তানে জাতিসংঘের মানবিক বিষয়ের সমন্বয়কারীর দায়িত্বে থাকা রামিজ অ্যালাকবারোভ জানিয়েছেন, মানবিক দিক থেকে পরিস্থিতি একেবারেই ভালো নয়। এখনই দেশের প্রায় অর্ধেক শিশুর খাবার পেতে অসুবিধা হচ্ছে। তিনি বলেছেন, সরকারি পরিষেবাগুলি কাজ করছে না। সরকারি কর্মীরা তাদের বেতনও পাচ্ছেন না।

সানবিডি/এনজে