সিলেট জেলা পরিষদের চেয়ারম্যানের ইন্তেকাল
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৯-০২ ১৮:০২:৪৬
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাডভোকেট লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুইদিন আগে তাকে নগরী মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণের পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এদিকে বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে সিলেট আওয়ামী লীগে শোকের ছায়া নেমে এসেছে।
সানবিডি/ এন/আই