দর পতনের শীর্ষে গ্রামীণ ওয়ান : স্কিম টু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৪ ১২:৫৯:৫৩


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণ ওয়ান : স্কিম টু। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে  ফান্ডটির দর কমেছে ১৫ দশমিক ৮৯ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৩৪ কোটি ৬৫ লাখ ৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৬৬ লাখ ২৭ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে ১৩ দশমিক ০৭ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৪ কোটি ৬৪ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৬ লাখ ১৮ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা গ্রীণ ডেল্টা মিউচ্যুয়ার ফান্ডেরদর কমেছে ১০ দশমিক ৩১ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ১০ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডিবিএইচন ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০.২০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.১৪ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়ার ফান্ড ওয়ানের ৬.৯৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৬.৭৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৬.০৬ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৫.৩৫ শতাংশ এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ার দর ৫.২৮ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস