‘রাইজিং এনভায়রনমেন্টাল লিডার অ্যাওয়ার্ড’ পেলেন শেখ রহমান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৪ ১৫:১১:৪১
পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ককাস অব এনভায়রনমেন্টাল লেজিসলেটরস বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমানকে ‘রাইজিং এনভায়রনমেন্টাল লিডার অ্যাওয়ার্ড’ দেয়।
জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে তিনি প্রথম মুসলিম সিনেটর। সর্বশেষ তিনি ২০২০ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সিনেটর নির্বাচিত হন।
যুক্তরাষ্ট্রের ‘রাইজিং এনভায়রনমেন্টাল লিডার অ্যাওয়ার্ড’ পেলেন জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান।
বুধবার নিজের ফেসবুক পেজে এই খবর নিশ্চিত করেন তিনি।
পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ককাস অব এনভায়রনমেন্টাল লেজিসলেটরস (এনসিইএল) তাকে এই পুরস্কার দেয়।
পুরস্কারের বিষয়টি এনসিইএল-এর অষ্টম বার্ষিক জাতীয় ফোরামে গত সপ্তায় উপস্থাপন করা হয়। ফোরামে যুক্তরাষ্ট্রের ৩৯টি অঙ্গরাজ্যের ১৯০ জনেরও বেশি অংশ নিয়েছিলেন।
সিনেটর শেখ রহমান পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় বলেন, ‘যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ককাস অব এনভায়রনমেন্টাল লেজিসলেটরসের (এনসিইএল) কাছ থেকে ‘রাইজিং এনভায়রনমেন্টাল লিডার অ্যাওয়ার্ড’ পেয়ে আমি গর্বিত ও সম্মানিত।’
তিনি আরও বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই এনসিইএল’র সঙ্গে জড়িত সকল সদস্যকে, তারা আমাকে এমন চমকপ্রদ সুযোগ করে দিয়েছেন অনেক কিছু শেখার ও কিভাবে আমাদের দেশকে আরও সুন্দর করে গড়ে তোলা যায় সেই বিষয়ে। জর্জিয়ার ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দর জর্জিয়া দেয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাবো।’
২০১৮ সালের ২২ মে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্র্যাটিক দলের মনোনয়নে স্টেট সিনেটর নির্বাচিত হন বাংলাদেশি বশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক শেখ রহমান।
জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে তিনি প্রথম মুসলিম সিনেটর। সর্বশেষ তিনি ২০২০ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সিনেটর নির্বাচিত হন।
শৈশব এবং কৈশোর কিশোরগঞ্জ জেলায় কাটিয়েছেন শেখ রহমান। বাংলাদেশে মাধ্যমিকের স্তর শেষ করার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।
সানবিডি/ এন/আই