ট্রাক্টরের ডালা খুলে বিদ্যুতের খুঁটি পড়ে ২ যাত্রী নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৯-০৫ ১২:০৩:২০
কুড়িগ্রামে সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরের ডালা খুলে বিদ্যুতের খুঁটি পড়ে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
রোববার (৫ সেপ্টেম্বর) সকালে ৯টার দিকে উপজেলার মাধবরাম এলাকায় ধরলা ব্রিজ পূর্বপাড়ে ফজলুল করিম মাদরাসা ইজতেমা মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি হলেন নাগেশ্বরী উপজেলার কাচারি পয়রাডাঙ্গা হোসেন খাঁ ব্রিজসংলগ্ন এলাকার বাবলু মিয়ার ছেলে হাবিবুল্লাহ (২৪)।
সদর থানার খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ট্রাক্টরটি বিদ্যুতের খুঁটি নিয়ে যাচ্ছিল। পথে মাধবরাম এলাকায় পৌঁছালে হঠাৎ করে একটি ডালা খুলে যায়। এতে বিদ্যুতের খুঁটি একটি অটোরিশার ওপর গিয়ে পড়লে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।
সানবিডি/ এন/আই