৩ দিনের সফরে ভারত গেলেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-০৫ ১৭:৫৫:৪৮


তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারত গেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর অতিক্রম করে সড়কপথে ভারতে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেন তিনি।

আজ বিকাল সাড়ে ৫টার দিকে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের বীর বিক্রম মানিক্য বাহাদুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। সড়কপথে ঢাকা থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে ভারত যাত্রাকালে সাংবাদিকরা দুই দেশের শূন্যরেখায় মন্ত্রীর সফর সম্পর্কে জানতে চাইলে কোনও ধরনের মন্তব্য করতে রাজি হননি।

তবে মন্ত্রীর নির্দেশে তার একান্ত সচিব আরিফ নাজমুল হাসান জানান, সফরকালে দিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি।

আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছালে মন্ত্রীকে স্বাগত জানান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

পরে ভারতে প্রবেশকালে মন্ত্রীকে স্বাগত জানান, ত্রিপুরার বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মুহাম্মদ জোবায়েদ হোসেন, ভারতের ইন্ট্রিগ্রেটেড চেক পোস্টের ম্যানেজার দেবাশিষ নন্দিসহ সে দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সফর সূচিতে আজ বেলা ১১টার দিকে আখাউড়া স্থলবন্দরে পৌঁছার কথা থাকলেও বিকাল সাড়ে ৩টায় তিনি এখানে পৌঁছান। আগামী ৯ সেপ্টেম্বর একই পথে তিনি দিল্লি থেকে দেশে ফিরবেন।

এএ