ইরাকে চেকপোস্টে হামলায় ১২ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৫ ২০:২১:১২


উত্তর ইরাকের কিরকুকে এক নিরাপত্তা চেকপোস্টে বন্দুক হামলায় অন্তত ১২ পুলিশ নিহত হয়েছেন। রোববার কিরকুকের দক্ষিণে আল-রাশাদ এলাকায় এই হামলা চালানো হয়।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি মাহমুদ আবদুল ওয়াহিদ বাগদাদ থেকে জানান, দুই দফা ওই নিরাপত্তা চেকপোস্টে হামলা করা হয়। হামলার জন্য উগ্রবাদী সংগঠন আইএসকে সন্দেহ করা হচ্ছে।

মাহমুদ আবদুল ওয়াহিদ জানান, প্রথম দফা হামলায় প্রায় দুই ঘণ্টা বন্দুকধারীদের সাথে পুলিশ সদস্যদের সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্য নিহত হন। তাদের সহায়তার জন্য অতিরিক্ত সাহায্য আসার পথে বোমা বিস্ফোরণসহ অতর্কিত হামলায় বাকিরা নিহত হন।

হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া অপর একজন হামলার ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন।

হামলার দায়িত্ব স্বীকার করে কেউ এখনো বিবৃতি দেয়নি।

এদিকে রোববার অপর উত্তর ইরাকের মসুলে এক সেনাচৌকিতে হামলায় তিন ইরাকি সৈন্য নিহত ও একজন আহত হয়।

২০১৪ সালে কথিত ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ইরাক-সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মসুলকে কেন্দ্র করে পুরো উত্তর ইরাকে দখল প্রতিষ্ঠা করে দলটি।

২০১৭ সালে ইরাকি সামরিক বাহিনী মসুল দখলের মাধ্যমে আইএসকে পরাজিত করার ঘোষণা দেয়। তবে দলটির গুপ্ত সদস্যরা এখনো ইরাকের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হামলা অব্যাহত রেখেছে।

সূত্র : আলজাজিরা

এএ